নিম্নমানের কাপড়ে নামি ব্র্যান্ডের স্টিকার!

চট্টগ্রামে পলিব্যাগ তৈরির একটি কারখানাসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও একটি পলিব্যাগ কারখানা সিলগালা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকালে নগরীর আন্দরকিল্লা এলাকায় র্যাবের অভিযানের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম অনুমোদনবিহীন পলি ব্যাগ তৈরির দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করার নির্দেশ দেন। এ সময় আদায় করা হয় ৮৫ হাজার টাকা জরিমানা।
র্যাব ৭-এর সহকারী পরিচালক মেজর জাহাঙ্গীর হোসেন জানান, নগরীর আন্দরকিল্লা এলাকায় এম এস ট্রেডার্স, এম জে ট্রেডার্স ও এস বি ট্রেডার্স নামের তিনটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গার্মেন্টস কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার তৈরির কাজ করে আসছে। এসব প্রতিষ্ঠানের সাথে সংঘবদ্ধ একটি চক্র নিম্নমানের কাপড়ের সাথে নামিদামি ব্র্যান্ড সংযুক্ত করে পণ্য রপ্তানি করে। এ ছাড়া একই এলাকায় পলি ব্যাগ তৈরির একটি কারখানায় অবৈধভাবে অনুমোদনবিহীন পলিথিন তৈরি করার দায়ে তা সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় কারখানার কর্মচারী সাইফুল ইসলামকে। এ ছাড়া গার্মেন্ট এক্সেসরিজ তৈরির তিনটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।