বাগেরহাটে ট্রলিচাপায় শিশু নিহত

বাগেরহাটে বিসিক শিল্পনগরী এলাকায় আজ ট্রলিচাপায় এক শিশু নিহত হয়েছে। তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়। ছবি : এনটিভি
বাগেরহাটের বিসিক শিল্পনগরী এলাকায় মালবোঝাই একটি ট্রলির চাপায় এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম ফয়সাল মিনা (৭)। তার বাবার নাম রিগ্যান মিনা। তাদের বাড়ি বিসিক শিল্পনগরী এলাকায়।
ফয়সালের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাগেরহাট সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, সকালে শিল্পনগরী এলাকার বাসিন্দা রিগ্যান তাঁর ছেলে ফয়সালকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় মালবোঝাই একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। পরে তার বাবাসহ পথচারীরা শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।