মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/13/photo-1436795669.jpg)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ফোন চুরির অভিযোগে গতকাল রোববার নাঈম আহমেদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ
নিহত নাঈমের মা ঝর্ণা বেগম জানান, মোবাইল চুরির অভিযোগ এনে রোববার নাঈমকে বাসা থেকে সিদ্ধিরগঞ্জের তালতলা এলাকায় নিয়ে যায় এলাকার আমির হোসেন মেঙ্গা, সাইফুলসহ তিন-চারজন। তাঁরা নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তিনি ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও (ঝর্ণা) মারধর করেন তাঁরা। পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে নাঈমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার রাত ১২টার দিকে চিকিৎসকরা নাঈমকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, নাঈম আহমেদকে কিছু লোক ধরে নিয়ে মারধর করে আবার সিদ্ধিরগঞ্জে ফেলে যায়। হাসপাতালে নেওয়ার সময় পথেই সে মারা যায়। যতটুকু জানতে পেরেছি ওকে মারধর করার পেছনে ছোটখাটো চুরির ঘটনা থাকতে পারে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে মোখলেছুর রহমান জানান। এই ঘটনায় নিহতের মা ঝর্ণা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।