শিল্পী আবদুল জব্বারকে সিঙ্গাপুরে পাঠানোর দাবি

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে সিঙ্গাপুরে পাঠানোর দাবি করেছেন তাঁর স্বজন ও ঘনিষ্ঠজনরা।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
আবদুল জব্বার বর্তমানে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন আছেন। তাঁর দুটি কিডনিই বিকল। শারীরিক অবস্থা ডায়ালাইসিসের উপযোগী নয় বলে জানিয়েছেন মেডিকেল বিশ্ববিদ্যালয়টির চিকিৎসকরা।
ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মোহাম্মদ আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’র পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুণী এই শিল্পীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতে হবে।
এ বিষয়ে আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটির আহ্বায়ক শিল্পী তিমির নন্দী বলেন, ‘সংকটাপন্ন অবস্থায় বাহিরে চিকিৎসা করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। এত টাকা তাঁর (আবদুল জব্বার) পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়। সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তাঁকে অতি দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক।’
‘একই সঙ্গে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও ব্যবসায়ী সংগঠনের প্রতি আর্থিক সহায়তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।’