শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল প্রতিবেশীর

পঞ্চগড়ের সদর উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি মুরগির খামারে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খবিরউদ্দিন (৪২) নামের এক প্রতিবেশী ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
খামারে শিয়ালের জন্য পাতা ফাঁদে পড়ে ভ্যানচালকের মৃত্যুর ঘটনায় এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করায় ওই খামারের মালিকের শাস্তি দাবি করেছেন নিহতের পরিবারের লোকজন।
স্থানীয় লোকজন জানায়, আজ সকালে খবিরউদ্দিন ওই এলাকার ফারুক হোসেনের মুরগির খামারের পাশে থাকা নিজের রোপা আমন ক্ষেত দেখতে যান। এ সময় খামারের দরজায় শিয়ালের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন খবির। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খবিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) ইজার উদ্দীন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
গরিণাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতামাস করিম লেলিন বৈদ্যুতিক ফাঁদে পড়ে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।