আড়াই হাজার দুস্থ পেল ঈদের পোশাক

মেহেরপুরে গাংনী উপজেলায় আজ বুধবার আড়াই হাজার দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে খাদিজা আশরাফ ফাউন্ডেশন। ছবি : এনটিভি
মেহেরপুরে গাংনী উপজেলায় আড়াই হাজার দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে খাদিজা আশরাফ ফাউন্ডেশন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহসভাপতি শাহানা ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের তালিকাভুক্ত দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে এ পোশাক বিতরণ করা হয়েছে বলে জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ।