চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসপি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা বিভাগের বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের আবুল কালামের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এ ছাড়া জীবননগর শাপলাকলি পাড়া থেকে ২৫২ বোতল ফেনসিডিলসহ পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পিকআপের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।