বান্দরবানে মোটরসাইকেল থেকে পড়ে কিশোরীর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/08/12/photo-1502557999.jpg)
বান্দরবানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে বন্ধন ত্রিপুরা (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের কালাঘাটা নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরী জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাথরাই ত্রিপুরার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে জেলা সদরের কালাঘাটা নতুন ব্রীজ এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ওই তরুণী পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বন্ধন ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে কিশোরীর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।