খুলনায় অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ খুলনার দিঘলিয়া উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। আজ সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম গাজী আবদুর রহিম। তিনি দিঘলিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে গাজী আবদুর রহিমের চন্দনী মহল বাসা তল্লাশি করে একটি শ্যুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর নামে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান জানান, উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে দুটি পক্ষ আছে। গাজী আবদুর রহিম যড়যন্ত্রের শিকার বলে দাবি করেন এই নেতা।
অন্যদিকে ২০০৫ সালে সাম্মেলনের মাধ্যমে ঘোষিত উপজেলা কমিটির সভাপতি মনিরুল ইসলাম জানান, কোনো সম্মেলন ছাড়াই তিন মাস আগে দিঘলিয়া যুবলীগ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে স্থান পান গাজী আবদুর রহিম। ফলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।