শোক দিবসের কর্মসূচিতে নাশকতা চেষ্টার অভিযোগে দুজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নাশকতা চেষ্টার অভিযোগে দুই স্কুলছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে নাশকতা চেষ্টার অভিযোগে দুই স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রদের কাছ থেকে নয়টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) নিজামউদ্দিন সাংবাদিকদের জানান, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শোক দিবসের কর্মসূচি শুরুর আগে প্রবেশমুখে সবাইকে তল্লাশি করছিল পুলিশ। এ সময় শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার অষ্টম ও সপ্তম শ্রেণির দুই ছাত্র ব্যাগে চকলেট বোমাসহ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে নয়টি চকলেট বোমা উদ্ধার করে এবং দুজনকেই আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।