সুন্দরবনে দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ, চার জেলে উদ্ধার

মোংলায় সুন্দরবনের হরিণটানা খালে কোস্টগার্ড ও বনদস্যু বড় মিয়া বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নয়টি গুলি ও চার জিম্মি জেলেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম ফরিদ্জ্জুামান খান জানান, কয়েকদিন ধরে বনদস্যু বড় মিয়া বাহিনী মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের পর পূর্ব সুন্দরবনের হরিণটানা খালে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কোস্টগার্ডের পাঁচটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত থেকে শুরু হওয়া থেমে থেমে কয়েক দফা বন্দুকযুদ্ধে একপর্যায়ে দস্যুরা বনের ভেতর পালিয়ে যান।
এ সময় কোনো দস্যু গুলিবিদ্ধ হয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে পারেনি কোস্টগার্ড। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ একটি ট্রলার ও অপহৃত চার জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলায়।