শিশুকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক যুবককে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবু ওয়াদুদ এই রায় দেন। এ সময় পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া ও মোকাদ্দেসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. কাজল (২২)।
পঞ্চগড় থানার এসআই জানান, ওই যুবক শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী কাজলকে নয় মাসের কারাদণ্ড দেন।