গরিবের চাল দোকানে বিক্রি!

ঈদের আগে হতদরিদ্রদের জন্য বিতরণ করা ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) ১২ বস্তা চাল একটি দোকান থেকে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কদমতলী বাজারের একটি দোকান থেকে ওই চাল জব্দ করার সময় দোকানের মালিক আকবর আলীর ছেলে রাজু হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়।
রাজুর বরাত দিয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ আলী ভিজিএফের ১২ বস্তাসহ আরও কয়েক মণ চাল আকবর আলীর দোকানে বিক্রি করেন। এই চাল তাঁরা খুচরা ও পাইকারি খরিদ্দারদের কাছে বেচাকেনা করছিলেন। সরকারি চাল কালোবাজারে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার সময় বিষয়টি জানাজানি হয়ে যায়।
এএসআই আরো জানান, খবর পেয়ে তিনি কদমতলী বাজারে গিয়ে ওই চাল জব্দ করেন। দোকান মালিককে না পাওয়ায় তাঁর ছেলে রাজু হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। ইউপি সদস্য মাহমুদ আলীকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
রতনপুর ইউপির চেয়ারম্যান মুজিবর রহমান জানান, ‘আটক চাল ভিজিএফের। ঈদ উপলক্ষে তা দরিদ্র মানুষের মধ্যে বিতরণের কথা ছিল। ইউপি সদস্য মাহমুদ আলী তা বিক্রি করে দিয়েছে বলে শুনেছি।’ এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিলে তাঁর কিছুই বলার থাকবে না বলে জানান তিনি।
এদিকে এ বিষয়ে ইউপি সদস্য মাহমুদ আলীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।