বরিশাল নগরে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল মহানগরে ছোট-বড় চার শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অধিকাংশ জায়গায় মুসল্লিদের সুবিধার্থে আশপাশের মসজিদের সঙ্গে সমন্বয় করে নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরী সূত্রে জানা গেছে, নগরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত কেন্দ্রীয় উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। নগর ভবনের তদারকিতে এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তৈরি করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। বরিশালের বিশিষ্ট রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে।
এ ছাড়া নগরের কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়; জামে এবাদুল্লাহ মসজিদ প্রথম জামাত সকাল সাড়ে ৮টা এবং দ্বিতীয় জামাত ১০টা; জামে বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়; পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টা ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়; জেলগেট মসজিদে সকাল সোয়া ৮টায়; ল’ কলেজ জামে মসজিদে সকাল ৯টায়; পোর্ট রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়; ব্রাইন্ড কম্পাউন্ড জামে মসজিদে সকাল ৯টায়; কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে সকাল ৮টায়; নথুল্লাবাদ মাদ্রাসা মসজিদে সাড়ে ৮টায়; সাগরদি বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়; গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৯টায়; নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়; ওয়াফদা মসজিদে সকাল সাড়ে ৮টায়; পাওয়ার হাউস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়; কাউনিয়া প্রথম গলি দীঘির পাড় জামে মসজিদে সকাল ৯টায়; বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া জামে মসজিদে সকাল ৯টায় এবং চরমোনাই মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।