মান্দায় বজ্রাঘাতে কৃষক নিহত

নওগাঁর মান্দা উপজেলায় বজ্রাঘাতে জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল রোববার (১১ মে) সন্ধ্যার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান কুসুম্বা ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। আহত কৃষক শফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রোববার সন্ধ্যার আগে আকাশে মেঘ দেখা দিলে জিল্লুর রহমান মাঠে শুকানো ধান ঘরে তুলতে লোকজন নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে পাশের জমিতে থাকা কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আশেকুর রহমান জানান, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।