শিশুকে ‘বলাৎকার’, যুবক আটক

বাগেরহাটের মোংলা উপজেলায় শিশুকে বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার এ ঘটনার পর গতকাল শুক্রবার বিকেলে মোংলা থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। তারপরই পুলিশ ফাহাদ হাওলাদার (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।
অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার শিশুটি (৯) স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এ সময় একই এলাকার ফাহাদ হাওলাদার তাকে প্রলোভন দেখিয়ে ডেকে খালের পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে বলাৎকার করেন ফরহাদ। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে।
পরে বিষয়টি ফাহাদের বাবাকে জানানো হয়। ফাহাদের বাবা উল্টো ওই শিশুর পরিবারকে নানা ধরনের হুমকি-ধমকি দেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে মোংলা থানার উপপরিদর্শক (এসআই ) মো. ওয়াহিদ শুক্রবার রাত ১১টার দিকে বলেন, বলাৎকারের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
এদিকে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই যুবকের পরিবারের পক্ষ থেকে অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।