শিশুকে বলাৎকার, যুবককে আটকের পর মুক্তি

বাগেরহাটের মোংলা উপজেলায় ৯ বছর বয়সী এক ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ফাহাদ হাওলাদারের (২০) বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে জানিয়েছেন ওই শিশুর বাবা। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় ফাহাদকে আটকের পর রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
শিশুটির পরিবার জানায়, চাঁদপাই ইউনিয়নের ওই শিশুকে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী ফাহাদ পাশের একটি ঘরে নিয়ে বলাৎকার করেন। এতে শিশুটি আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা মোংলা থানায় একটি অভিযোগ জমা দেন। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত ফাহাদকে আটক করে পুলিশ। কিন্তু রাতেই তাঁকে ছেড়ে দেয়।
মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদ বলেন, আটক ফাহাদের বয়স কম হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে।