পঞ্চগড়ে পরীক্ষার উত্তরপত্র জালিয়াত চক্রের তিনজন গ্রেপ্তার

টাকার বিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও ডিগ্রি পরীক্ষার ইংরেজি বিষয়ের উত্তরপত্র (খাতা) বদলে পাস করিয়ে দেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় শহরের জালাসীপাড়া এলাকায় একটি ছাত্রাবাস থেকে ইংরেজি বিষয়ের খাতা বদল করে পাস করে দেওয়ার নামে টাকা লেনদেনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মনির (২৭) ও মধু রায় (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করে।
পরে গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর কলেজপাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আরেক প্রতারক ভজনপুর ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান মাহমুদুল হক সরকারকে (৩৫) গ্রেপ্তার করে।
শালবাড়ি দাখিল মাদ্রাসার এবতেদায়ি শাখার সহকারী শিক্ষক মনিরের (২৭) বাড়ি বোদা উপজেলার বিলুপ্ত শালবাড়ি ছিটমহলে। দেবীগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মধু রায়ের (২৮) বাড়ি দেবীগঞ্জ উপজেলার হাকিমপুর মৌমারী গ্রামে।
সম্প্রতি সফিউল ইসলাম নামের ভুক্তভোগী এক কলেজছাত্রের দেওয়া তথ্য ও গোপন ভিডিও দেখে গোয়েন্দা পুলিশ সংঘবদ্ধ ওই চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা করা হয়।
পঞ্চগড় গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো পরীক্ষায় বিভিন্ন কলেজের সহজ সরল শিক্ষার্থীদের টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের খাতা সরবরাহ এবং বদল করে পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখাত। এ ছাড়া তাদের মাধ্যমে অনেকেই প্রতারিতও হতো। এ পর্যন্ত ৫০০-৬০০ শিক্ষার্থীকে প্রতারিত করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ছাড়া পরীক্ষার খাতা জালিয়াতির সঙ্গে জড়িত চক্রটির বাকি সদস্যদেরও গ্রেপ্তার করার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।