বিসিবির গঠনতন্ত্রে অসংগতি পেয়েছে দুদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে বিভিন্ন অসংগতি ও অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার (১৭ মে) দুপুরে বিসিবির কার্যালয়ে অভিযান চালিয়ে এসব তথ্য জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।
দুদক জানায়, বিসিবির আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্রের অসংগতি এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রক্রিয়ায় নানাবিধ অনিয়মের অভিযোগে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা এখানে চাকরির সুনির্দিষ্ট বিধিমালা না থাকা, আর্থিক নীতিমালায় গ্যাপসহ বেশকিছু বিষয় লক্ষ্য করেছি।
রাজু আহমেদ আরও বলেন, আমরা যাচাই করছি, এই সমস্যা আগে কখনও সমাধানের চেষ্টা করা হয়েছিল কিনা, বর্তমানে এর কি পরিকল্পনা আছে এবং কেন এতদিন ধরে সমস্যাগুলো থেকে গেল। এসব বিষয় আমরা বিশ্লেষণ করছি।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, আজকের অভিযানের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং সেই রিপোর্টের আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে বিসিবির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণও করা হতে পারে।