সংসদ নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থীর দাবি

রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থীর দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)।
মানববন্ধনে দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা সুলতানা লাকী, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, হানিফা খাতুন গোপা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি আফজালুল হক, সিপিবির জেলা সম্পাদক লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর ও সিডিএফের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহণের কথা উল্লেখ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে তা যেন যথাযথভাবে মেনে চলা হয়।