মাদক উদ্ধারের বিষয়টি সাজানো : ছাত্রদল সভাপতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437391655.jpg)
পটুয়াখালী সদর থানায় আটক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, মাদক উদ্ধারের বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং সাজানো ঘটনা।
আজ সোমবার দুপুরে পুলিশকে এড়িয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। তিনি দাবি করেন, গতকাল রোববার রাত ৮টার সময় তাঁদের (রাজীবসহ ছয়জন) আটক করা হলেও পুলিশ রাত ১১ টায় আটক দেখিয়েছে। তাঁদের পৃথক করে এককভাবে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এনে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।urgentPhoto
একাধিক মামলা থাকার বিষয়ে রাজীব জানান, ঢাকার মামলাগুলোতে তিনি জামিনে আছেন। পলাতক না থেকে তিনি ঢাকায় প্রকাশ্যেই অবস্থান করছেন বলে দাবি করেন তিনি।
রাজনীতিতে আটক বা গ্রেপ্তারকে স্বাভাবিক ঘটনা মনে করলেও মিথ্যা মামলায় আটক দেখানোকে অস্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন রাজীব আহসান।
গতকাল রোববার রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে দুমকি থানার পুলিশ। গভীর রাতে পটুয়াখালী গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ বলেন, রাজীবের ব্যাগ থেকে ৪৫টি ইয়াবাসহ একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। রাজীবের গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে।
সংবাদ ব্রিফিংয়ের সময় রাজীবের কাছে সাংবাদিকদের কোনো ধরনের প্রশ্ন করার অনুমতি দেয়নি পুলিশ।
এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার বাদী আজম খান ফারুকী বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ আটক হওয়া ছয়জনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার রাতেই ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় মামলাটি করা হয়েছে।
ওসি আরো জানান, রাজীব আহসানের বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা, পেট্রল বোমায় নিহতের ঘটনায় ঢাকার পল্টন থানায় ১৭টি, মতিঝিল থানায় পাঁচটি, রাজধানীর বকশিবাজারে সংঘটিত ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা একটি মামলাসহ বিভিন্ন থানায় ৩০-৩৫টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।
এদিকে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা ছাত্রদল আজ বিকেলে বিক্ষোভ মিছিল করে।