পাবনা শহরের ৩০০ মানুষ পানিবন্দি

ঘরে পানি। তাই পাবনা শহরের বেলতলা সড়কের বাড়িতে আজ সোমবার পা তুলে বসেছিলেন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র। ছবি : এনটিভি
গত দুদিনের প্রবল বর্ষণে পাবনা শহরের অধিকাংশ রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এতে পাবনার প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্রসহ প্রায় ৩০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ঈদের রাত থেকে রোববার সারা দিন রাত পাবনায় ভারি বৃষ্টিপাত হয়। ফলে পাবনা শহরের বেলতলা রোড, শালগাড়িয়া, কালাচাঁদপাড়া, নারিকেল বাগান রোড, মহিষের ডিপো, শিবরামপুর, রাধানগর, রানায়ণপুর, দক্ষিণ রাঘবপুর, দিলালপুর, গোপালপুর, কাচারীপাড়া, প্রধান বাজার সড়ক, যুগীপাড়া, কুঠিপাড়া, চামড়ার গুদাম, সাধুপাড়া এলাকার প্রধান সড়ক ও ঘরবাড়ি ডুবে যায়। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।
সাংবাদিক রণেশ মৈত্র বলেন, প্রচণ্ড বৃষ্টিতে শনিবার রাত থেকে তাঁর ঘরে হাঁটুপানি জমেছে। তাঁর ঘরের অনেক মূল্যবান জিনিস নষ্ট হয়ে গেছে।