গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের নাওজোড় এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানা ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডে (আইসিসিএল) পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার (১৭ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কারখানার শ্রমিকরা।
অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজুল হক জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকদের ভাষ্যমতে, ছয়তলা বিশিষ্ট এই পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিদিনের মতো আজও সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ দেন এবং অনেকে সরবরাহ করা ট্যাপের পানি পান করেন। পানি পান করার আধ ঘণ্টার মধ্যেই শ্রমিকদের মধ্যে একে একে বমিভাব, মাথা ঘোরা এবং পেটব্যথার উপসর্গ দেখা দিতে থাকে।
সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মোর্শেদ জানান, হাসপাতালে আসা শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমিভাব ও পেট ব্যথার উপসর্গ দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ রোগীই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এবং তারা শঙ্কামুক্ত আছেন।