চুয়াডাঙ্গায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের বালুর মাঠের জিকে খাল থেকে কামরুল হাসান (২৪) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত কামরুল হাসান সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের কোরিয়াপাড়ার আবদুস সালামের ছেলে। পুলিশের ধারণা, ইজিবাইক ছিনতাই করতেই যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক কামরুলকে শ্বাসরোধে হত্যা করেছে।
নিহত কামরুলের মামা ওমর ফারুক জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হন কামরুল। এরপর স্থানীয় একটি গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে ভাড়ায় যান। বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ভাগ্নের সঙ্গে তাঁর দেখা হয়। সকালে জানতে পারেন, রাতে কামরুল বাড়ি ফেরেননি। আজ সকালে কুমারী গ্রামের খালে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান এবং লাশ শনাক্ত করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতেই যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক কামরুলকে শ্বাসরোধে হত্যা করেছে।