নোমানের অভিযোগ
প্রধানমন্ত্রীর তহবিলের টাকা ঠিকমতো পাচ্ছে না বন্যার্তরা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যাপ্ত টাকা দান করেছে। কিন্তু সেই টাকা যথার্থভাবে বন্যার্তদের কাছে পৌঁছাচ্ছে না।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নোমান এই অভিযোগ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা অনেক চাঁদা তুলেছে। প্রধানমন্ত্রীর তহবিলে কোটি কোটি টাকা আছে এবং প্রত্যেক দিন তারা নিচ্ছে। অথচ তার যে ব্যবহার বানভাসিদের জন্য, সেটা দেখা যাচ্ছে না।’
‘সরকারের এখানে এগিয়ে আসা উচিত। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা শুধু নয়, এই পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণ করে সেখানে মানুষকে পুনর্বাসিত করা তাদের দায়িত্ব। সে দায়িত্ব তারা পালন করছে না।’