সম্মেলনের তিন মাস পর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437414277.jpg)
বিশৃঙ্খল পরিবেশের কারণে তিন মাস আগে নরসিংদী জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। তবে প্রত্যাশা ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সম্মেলনের আগেই হবে জেলা ছাত্রলীগের কমিটি। সেই আশায় গুঁড়েবালি। তড়িঘড়ি করে কাজী মামুনকে আহ্বায়ক করে জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্র।
গতকাল রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ স্বাক্ষরিত ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ফেইসবুক থেকে এ তথ্য জানানো হয়।
এই ব্যাপারে প্রকাশ্যে কেউ কথা না বললেও বিভিন্ন সূত্রের খবর, জেলার শীর্ষস্থানীয় নেতারা ঐকমত্যে না পৌঁছানোয় কেন্দ্রীয় নেতারা কার্যকরী কমিটি না দিয়ে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন ইসহাক খলিল বাবু, আল-আমিন, রাকিবুল কবির, ইয়াকুব ভূঞা, কৌশিক কায়কোবাদ কেনি ও রেহানুল ইসলাম ভূঞা লেলিন। আহ্বায়ক কাজী মামুন জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনে শাহ আলম সভাপতি ও শামীম নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় নীতিমালা অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর হলেও পাঁচ বছর পর গত ১৮ এপ্রিল জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলনে তিন সভাপতি প্রার্থীর মধ্যে বিশৃঙ্খলার কারণে কমিটি ঘোষণা না করেই সম্মেলনস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে জেলা ছাত্রলীগের কমিটিতে নিজেদের আস্থাভাজনদের স্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের মধ্যে চলে নীরব প্রতিযোগিতা। এমন পরিস্থিতিতে কমিটি ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রোববার কেন্দ্রীয় কমিটি এই আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
তবে সম্মেলনের পর আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে বিস্মিত নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক কৌশিক কায়কোবাদ কেনি। যার পরিপ্রেক্ষিতে কমিটির ঘোষণাপত্রটি ফেসবুকে আপলোড করে স্ট্যাটাস দিয়েছেন, ‘সম্মেলনের পর আহ্বায়ক কমিটি!’
চাওয়া পাওয়ার হিসাব না মেলায় আরেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঞা লেলিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আমি পরাজিত এক সৈনিক, আমার জন্য যাঁরা অনেক কিছু করেছেন, তাঁরা আমাকে ক্ষমা করে দিয়েন। শক্তির কাছে আমি দুর্বল। গুডবাই বাংলাদেশ, গুডবাই পলিটিক্স, গুডবাই ছাত্রলীগ।’
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম জানান, ‘আগামী ২৫ ও ২৬ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের আগে কেন্দ্রীয় কমিটি গত রোববার বেশ কয়েকটি জেলা, বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক কমিটি ঘোষণা করেছে। এদের মধ্যে নরসিংদী ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অন্যতম।’ সম্মেলনের পর আহ্বায়ক কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি কেন্দ্রীয় পর্ষদ বলতে পারবে।’
নবগঠিত জেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুন বলেন, ‘সব নেতা-কর্মীর প্রত্যাশা ছিল কার্যকরী কমিটির। মন্ত্রী মহোদয় ও কেন্দ্রীয় নেতাদের সম্মিলিত সিদ্ধান্তেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে- তাতেই আমরা খুশি। ভেদাভেদ ভুলে আগামী দিনে সব নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে নরসিংদী ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’