পঞ্চগড়ে শিবির নেতা আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক লোকমান আলীকে আটক করেছে সদর থানা পুলিশ। গত বুধবার গভীররাতে কামাতপাড়া এলাকার নিরিবিলি ছাত্রাবাস থেকে তাঁকে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরিবিলি ছাত্রাবাস থেকে লোকমান আলীকে আটক করা হয়েছে। তিনি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ কয়েকটি মামলার আসামি। লোকমান পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলেও জানিয়েছেন ওসি।