গাছ চেরাই করতে গিয়ে হাত দুই খণ্ড

বাগেরহাটের মোংলায় স-মিলে গাছ চেরাই করতে গিয়ে এক কর্মচারীর হাত কেটে দুই খণ্ড হয়ে গেছে। আহত ওই কর্মচারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, মোংলা শহরের মাদ্রাসা রোডের কুমারখালী এলাকার একটি স-মিলে হেলপার হিসেবে কাজ করতেন একই এলাকার খোকন (২৬)। আজ সকালে ওই স-মিলে গাছ চেরাই করতে গেলে অসতর্কতাবশত করাতে খোকনের ডান হাতের কব্জির ওপর থেকে কেটে দুই খণ্ড হয়ে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোকন কুমারখালীর মোজাম্মেল হোসেনের ছেলে।