সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের নীলবাড়িয়া এলাকায় কোস্টগার্ড ও বনদস্যুর মধ্যে কথিত বন্দুকযুদ্ধ শেষে ছয় জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি জানিয়েছেন।
লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, মুক্তিপণ আদায়ের জন্য জেলেদের অপহরণের পর বনদস্যুরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির নীলবাড়িয়া খালে অবস্থান করছিল। এই সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গুলিগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে দস্যুরা জিম্মিদের ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ৬ জিম্মিকে উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ড সদস্যরা দস্যুদের লক্ষ্য করে ছয়টি গুলি চালায়। এতে কোস্টগার্ডের কোনো সদস্য আহত না হলেও দস্যুদের কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি কোস্ট গার্ড।
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, দস্যু দমন ও জিম্মি জেলেদের উদ্ধারে সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।