চুয়াডাঙ্গায় ঈদের দিন সংঘর্ষ, আহত জয়নালের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে ঈদের দিন সংঘর্ষে আহত জয়নাল আবেদীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মসজিদ-মাদ্রাসার ছয় বিঘা জমির আমবাগান বন্দোবস্ত নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার ঈদুল আজহার দিন ঈদগাহ মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়। আহতদের মধ্যে জয়নাল আবেদীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসার পর আজ দুপুরে মারা যান তিনি।
হাপানিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।
এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাদী হয়ে ঈদের দিনই ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।