চট্টগ্রামে পাহাড়ধসে নিহতদের পরিবারকে অনুদান

চট্টগ্রাম নগরীর আমিন কলোনি এলাকায় পাহাড়ধস ও লালখান বাজার এলাকায় দেয়ালধসে নিহত ছয়জনের পরিবারের মধ্যে আজ বুধবার আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ছবি : এনটিভি
চট্টগ্রাম নগরীর আমিন কলোনি এলাকায় পাহাড়ধস ও লালখান বাজার এলাকায় দেয়ালধসে নিহত ছয়জনের পরিবারের মধ্যে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাঁর কার্যালয়ে নিহত প্রত্যেক পরিবারের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় নিহতের স্বজন ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেন, কাউন্সিলর মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
গত ১৮ জুলাই রাতে নগরীর বায়েজীদ থানাধীন আমিন জুটমিল এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন এবং নগরীর লালখান বাজার এলাকায় দেয়ালধসে তিনজন মারা যায়।