খাদ্যে বিষক্রিয়ায় ডায়রিয়া, ঈশ্বরদী হাসপাতালে ভর্তি ৫০

ঈদের সময় নিম্নমানের সেমাই ও বিভিন্ন প্রকার খাদ্য খেয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বেশ কিছু মানুষ। ঈদের দিন শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া নিয়ে প্রায় ৫০ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের বেশির ভাগের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহমেদ খান এনটিভি অনলাইনকে বলেন, এমনিতেই তদারককারী সংস্থার গাফিলতির সুযোগে দীর্ঘদিন থেকে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকার নিম্নমানের সেমাইসহ নানা ভেজাল খাদ্যপণ্য বিক্রি হয়ে আসছে।
বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চটকদার মোড়কে এসব পণ্য বিক্রি হওয়ায় সহজ-সরল ক্রেতারা না বুঝেই ঈদের সময় কিনে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, রান্না করা এসব খাদ্য খেয়েই নানা বয়সী মানুষ পেটের পীড়াসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। এ পর্যন্ত প্রায় ৫০ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।