নড়াইলে চলছে সুলতান উৎসব

নড়াইলে শুরু হয়েছে সুলতান উৎসব। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে চারদিনব্যাপী ওই উৎসব শুরু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।
উৎসবের উদ্বোধন শেষে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এবং চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার শীল, রানার অটো মোবাইলস লি.-এর পরিচালক মো. জহুরুল আলম, ভারতের পশ্চিম বাংলার গভ. কলেজ আর্টস অ্যান্ড ক্রাফট-এর অধ্যাপক সুমন পাল, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, শিল্পী সুলতানের পালিত কন্যা নিহারবালা, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশি শিল্পী ও সুলতানভক্ত, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীভী, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে চারদিনব্যাপী এই উৎসবের অনুষ্ঠানমালায় রয়েছে আর্ট ক্যাম্প, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রতিদিন সন্ধ্যায় শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও নড়াইল জেলার আটটি সাংস্কৃতিক সংগঠন এবং ভারতের অতিথি শিল্পীরা সংগীত, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
উৎসব প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে।
নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক দোকানি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের জন্য কসমেটিক, হস্তশিল্প, কুঠিরশিল্পসহ নানা ধরনের পণ্য রয়েছে এসব দোকানে।