উড়ার পর বিমানের চাকা খুলে গেলেও নিরাপদে অবতরণ

ফাইল ছবি
কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেয়। এরপর বিমানটির একটি চাকা খুলে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। তবে, কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি আজ শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ২০ মিনিটে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিমানটি নিরাপদে ল্যান্ড করেছে। যাত্রীরাও সবাই নিরাপদে রয়েছেন।’
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৬৯ জন যাত্রী ছিলেন। দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি ঢাকায় অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। একটি চাকা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।