খুলনায় তক্ষক উদ্ধার, দাম ৩৭ লাখ !

খুলনার দাকোপ উপজেলা থেকে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারকারী সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশুর নদীর কাটাখালী খেয়াঘাট এলাকা থেকে তক্ষকসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুজন হলেন- জিল্লুর সানা (২৮) ও চয়ন ঘোষাল (২১)। তাঁদের বাড়ি উপজেলার লাউডোব এলাকায়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার সকালে খুলনার দাকোপ উপজেলার কাটাখালী খেয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় থেকে একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আবদুল্লাহ আল মাহমুদ আরো জানান, উদ্ধার হওয়া তক্ষকসহ আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। তক্ষকটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা।