চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/23/photo-1437673005.jpg)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভবন নির্মাণের জন্য দাবিকৃত চাঁদা না দেওয়ায় সিরাজ পাঠান (৬৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সিরাজ চাঁদপুরের মতলব উপজেলার মাথাভাঙ্গা এলাকার হালিম পাঠানের ছেলে। তাঁর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মোবাইল ফোনের দোকান রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজ পাঠান মিজমিজি বাতানপাড়া এলাকায় তাঁর ভায়রাভাই সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করছিলেন। গত কয়েকদিন ধরে বাতানপাড়া এলাকার সন্ত্রাসী শুক্কুর ও তার ভাই পাপ্পু চাঁদা দাবি করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অখিল পোদ্দার এনটিভি অনলাইনকে বলেন, আজ দুপুর ১টার দিকে শুক্কুর ও পাপ্পু তাদের লোকজন নিয়ে পুনরায় সিরাজের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা সিরাজকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিরাজ মারা যান।
এসআই আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের ছেলে মো. জাকারিয়া কনক ও স্ত্রী হোসনে আরা বেগম জানান, চাঁদা না দেওয়ায় সিরাজকে শুক্কুর ও তার ভাইসহ সহযোগীরা পিটিয়ে হত্যা করেছে।