কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, আটক ১

সুন্দরবনের কালাবগী খালে কোস্টগার্ড ও বনদস্যু ‘ভাই ভাই বাহিনীর’ মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় নজরুল ইসলাম (৩৫) নামের এক দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
আজ শনিবার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালাবগী খালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, বনদস্যু ভাই ভাই বাহিনীর সদস্যরা পশ্চিম সুন্দরবনের কালাবগী খাল এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদ পায় কোস্টগার্ড। এর ভিত্তিতে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানকারীরা ভোর ৫টার দিকে কালাবগী খালে প্রবেশ করে। তখন খালের ভেতর থাকা দস্যু বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় কোস্টগার্ডও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং দস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যু বাহিনী পরাস্ত হয়ে বনের গহিনে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নজরুল ইসলামকে আটক করেন। ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া দুটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারসহ আটক দস্যুকে শনিবার দুপুরে খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গোলাগুলির ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি উল্লেখ করে আবদুল্লাহ আল মাহমুদ আরো বলেন, সুন্দরবনের দস্যু দমনে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।