বায়েজীদ বোস্তামীর পুকুরের কাছিম রক্ষার দাবি

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী দরগাহ সংলগ্ন পুকুরের বিরল প্রজাতির কাছিম রক্ষার দাবি উঠেছে। সম্প্রতি একটি মহল পুকুরপাড়ে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে অভিযোগ করে বাংলাদেশ পরিবেশ ফোরামসহ দশটি সংগঠন মানববন্ধন করে এ উদ্যোগের প্রতিবাদ জানায়। একই সঙ্গে বিরল প্রজাতির এসব কাছিম রক্ষার দাবি জানায় তারা।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বহুতল ভবন নির্মাণের ফলে কাছিমদের প্রজননক্ষেত্র ধ্বংস হয়ে যাবে, যার পরিণতিতে ক্রমশ প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে। তাই ভবন নির্মাণের এই উদ্যোগ অবিলম্বে বন্ধের দাবি জানান তাঁরা।
বোস্তামী কাছিম বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি প্রাণী। এই পুকুর ছাড়া এটি অন্য কোথাও দেখা যায় না। বর্তমানে পুকুরে প্রায় ৭০০ কাছিম রয়েছে। যার একেকটির ওজন সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। মধ্য ফেব্রুয়ারি থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ সময়ে স্ত্রী কাছিমরা পুকুরপাড়ে উঠে ডিম দেয়।