টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

দুদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, চকবাজার, বহদ্দারহাট, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহর, সাগরিকা, বেপারীপাড়াসহ নগরীর বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টির পানি জমে গেছে। সেই সঙ্গে জোয়ারের পানির কারণে এসব এলাকা এখন পানিতে থৈ থৈ করছে।
এসব এলাকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। বিভিন্ন রাস্তায় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তার পাশের আবর্জনা ফেলার স্থান থেকে আবর্জনা এসে মিশছে জমে থাকা পানিতে। নালা-নর্দমা উপচে পড়া এসব নোংরা পানি ঢুকে যাচ্ছে বাড়িতে, ব্যবসাপ্রতিষ্ঠানে। প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া নগরবাসীকে এই নোংরা পানির ভেতর দিয়েই চলাচল করতে হচ্ছে। ফলে পরবর্তীতে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা তৈরি হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টাও পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।