ত্রাণ দিতে এসেছি, রাজনীতি করতে নয় : কাদের

উখিয়ায় রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ত্রাণ দিতে এসেছি। রাজনীতি করতে আসিনি।’
আজ বুধবার উখিয়ার কুতুপালং ও থাইংখালিতে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের একপর্যায়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিপন্ন মানুষকে সাহায্য করতে এসেছি। একদিনের লোকদেখানো নাটক করতে আসিনি। আমি প্রথম থেকেই এখানে আছি। শুরুতে যে সংকট ছিল তা এখন নেই।’
ত্রাণ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘উনি সমন্বয়টা দেখবেন কীভাবে? উনি আসলেন ৩২ দিন পর।’