নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/03/photo-1507024187.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে নূরুল ইসলাম (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার কামাল জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের সাপমারাঝিরি এলাকায় জিরো লাইনে গরু আনতে গিয়েছিল আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম। কিন্তু সীমান্তের জিরো লাইনে পৌঁছার পর বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গত ২৬ সেপ্টেম্বর মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। এর আগে হাসিম উল্লাহ (৪৮) নামের এক বাংলাদেশির মৃত্যু যায়। এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের তিনটি পয়েন্টে মাইন বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে।