নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/27/photo-1438010503.jpg)
নেত্রকোনার আটপাড়া, কেন্দুয়া ও মোহনগঞ্জ উপজেলার তিনটি পৃথক স্থানে গতকাল রোববার পুকুরের পানিতে ডুবে তিন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর পূর্বপাড়ার মুসা খাঁর আট বছরের মেয়ে উষা আক্তার গতকাল রোববার সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এদিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চর খিদিরপুর গ্রামের মতিয়ার রহমানের চার বছরের মেয়ে পাপিয়া আক্তার রোববার দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের কামারগাঁও গ্রামের রুবেল মিয়ার নয় বছরের মেয়ে স্বরূপা আক্তার রোববার দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
পানিতে ডুবে তিনটি শিশুর করুণ মৃত্যুতে নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।