বরিশালে তিনদিনে ৪০ জেলের কারাদণ্ড

২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত তিনদিনে বরিশাল বিভাগের ছয় জেলায় ৪০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জেলেদের কাছ থেকে এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে এক হাজার ১১৮ কেজি ইলিশ ও ছয় লাখ ৮১ হাজার মিটার অবৈধ জাল। বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
আজিজুর রহমান জানান, গত ১ অক্টোবর থেকে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত বরিশাল বিভাগে মোট ১৭৫টি অভিযান ও ১১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত একটি নৌকা জব্দ করা হয়েছে।