রাজধানীতে জেএমবি সদস্যসহ আটজন গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্য সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি, মো. শফিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. ইমদাদুল হক, রফিক আহমেদ ওরফে রয়েল, মো. মোস্তফা, মো. সাখাওয়াত উল্লাহ ও মো. আলী আসরাফ রাজীব।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন প্রকার জিহাদি বই, লিফলেট, সিডি, ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব সিডি ও ফোনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের তথ্য ও ভিডিও ক্লিপ আছে। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আক্রমণের পরিকল্পনার কথা স্বীকার করছে।
সে সঙ্গে তারা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও হামলার পরিকল্পনার কথা জানায়।’
গ্রেপ্তার ব্যক্তিরা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য আইএসআইএস ও আল-কায়েদার সঙ্গে যোগাযোগ করছিল বলেও জানান ডিএসপির এ যুগ্ম কমিশনার।
তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি কারাগারে আটক জেএমবির বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের ছেলে। তিনি সাইদুরের অবর্তমানে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। ফাহিমের বিরুদ্ধে রাজশাহীর হবিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান মুনির।
গ্রেপ্তার অন্য ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান এ ডিএমপি কর্মকর্তা।