কেন্দ্রীয় কার্যালয়ে হামলায় মোংলায় নৌযান শ্রমিকদের বিক্ষোভ

রাজধানী ঢাকায় নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা।
আজ শুক্রবার বিকেল ৪টায় মোংলার আঞ্চলিক কার্যালয়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নৌযান শ্রমিকরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ থেকে আগামী রোববারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন ফেডারেশনের নেতারা।
শ্রমিক ফেডারেশনের মোংলা আঞ্চলিক শাখার সভাপতি আনোয়ার মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি বাহারুল ইসলাম বাহার, যুগ্ম সম্পাদক আবুল কাসেম মাস্টার, মোংলা শাখার সহসভাপতি নূরুল হুদা, আবুল হাসান বাবুল, জাফর মাস্টার, এনায়েত ড্রাইভার, সামছুল হক মাস্টার।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাংলাবাজার এলাকায় নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে কতিপয় সন্ত্রাসী অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে শ্রমিক নেতা নান্নু মিয়া, ইয়াসিন ও খোকনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে সারা দেশে নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।