চট্টগ্রাম-বান্দরবান সড়কে যান চলাচল শুরু

পানিবন্দি চট্টগ্রামের সাতকানিয়ার মানুষ এভাবেই নিজেদের তৈরি নৌযানে করে যাতায়াত করছে। ছবি : এনটিভি
প্রায় তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-বান্দরবান সড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সড়কের কয়েকটি স্থানের পানি সরে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে সড়কটি দিয়ে আবারও যান চলাচল শুরু হয়।
এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সাতকানিয়া উপজেলার প্রায় তিন লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আশপাশের কয়েকটি উপজেলায় এখনো প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি রয়েছে। পরিস্থিতির শিকার এসব এলাকার মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার আহ্বান জানান তিনি।