রাজশাহীতে নকল সিগারেট জব্দ, কারাদণ্ড

রাজশাহীতে স্টার ব্র্যান্ডের বিপুল নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার পবা উপজেলার বাগসারা এলাকার একটি কারখানায় ওই অভিযান চালানো হয়। এ সময় কারখানার ব্যবস্থাপক বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে জেল-জরিমানার সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন জানান, এর আগেও কারখানাটিতে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছিল। ওই সময় ব্যবস্থাপক বোরহান উদ্দিন পলাতক ছিলেন।
আজ মঙ্গলবার র্যাব ৫-এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল কারখানাটিতে আবারও অভিযান চালায়। এ সময় ব্যবস্থাপককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কারখানাটি আবার সিলগালা করে দেওয়া ছাড়াও আট লাখ ৫৮ হাজার নকল স্টার সিগারেট এবং চার হাজার ৯৫০ কেজি তামাক ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব পণ্যের বাজার মূল্য ৫৬ লাখ ৬৮ হাজার ৭০০ টাকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানার ব্যবস্থাপক পবা উপজেলার বাগসারা গ্রামের বোরহানকে (৩৫) ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় দেড় বছরের কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দণ্ডাদেশ পাওয়া বোরহানকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত ২৭ মে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বিপুল পরিমাণ সিগারেটসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছিল। সিলগালা করা হয়েছিল কারখানাটি।