ভারতে পাচারের সময় অপহৃত গৃহবধূকে উদ্ধার

অপহরণের পর যশোরের বেনাপোলের পটুখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আজ মঙ্গলবার দুপুরে এক গৃহবধূকে উদ্ধার করেছে বিজিবি।
২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, দুই মাস আগে ওই গৃহবধূকে সাতক্ষীরা থেকে অপহরণ করে ঢাকায় নিয়ে আটকে রাখা হয়। ভারতে পাচারের উদ্দেশে গতকাল মাইক্রোবাসে করে ঢাকা থেকে পুটখালী সীমান্তে আনা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে পটুখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মসজিদ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে-ভাগেই পালিয়ে যায় পাচারকারীরা।
পরে বিজিবি ওই গৃহবধূকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে থানায়।