নড়াইলে জমজমাট নৌকাবাইচ

নড়াইলের মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার অরুনিমা রিসোর্স গলফ ক্লাবের ব্যবস্থাপনায় নড়াইল ও গোপালগঞ্জ এলাকাবাসীর আয়োজনে নড়াগাতি থানার পানিপাড়ায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দৃষ্টিনন্দন এ আয়োজন উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। নৌকাবাইচ দেখতে এ দিন সকাল থেকে নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের মানুষের ঢল নামে মধুমতির পাড়ে। শুকতাইল লঞ্চঘাট থেকে পানিপাড়া ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীতীরে দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করেন।
এদিন বিকেলে বর্ণিল পোশাকের বাহারি সাজে বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইচের নৌকায় মাঝি-মাল্লারা প্রতিযোগিতায় অংশ নেন। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তাঁরা নিজ নিজ নৌকা ছোটান বিজয়ের লক্ষ্যে। দুরন্ত গতিতে এ সময় তাদের ছন্দময় বৈঠা চালনায় মেতে ওঠে মধুমতি ও তার দুই কূল। তুমুল উত্তেজনাপূর্ণ পুলকজাগানো এ দৃশ্য অভিভূত করে দর্শকদের। এ প্রতিযোগিতায় মোট ছয়টি নৌকা অংশ নেয়।
এ নৌকাবাইচের উদ্বোধন ও পুরস্কার প্রদান করেন বেসামরিক বিমান ও পর্যটকমন্ত্রী রাশেদ খান মেনন। আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান, নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অরুনিমা রিসোর্স গলফ ক্লাবের পরিচালক খবির হোসেন প্রমুখ।
এর আগে দুপুরে বেসামরিক বিমান ও পর্যটকমন্ত্রী রাশেদ খান মেননকে গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের সুসজ্জিত দল।