কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি : মতিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/15/photo-1508009854.jpg)
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। আবার এ কথাও সত্যি যে আমরা শুধু কৃষির ওপর নির্ভরশীল নই। কৃষির পাশাপাশি আমাদের শিল্পসহ অন্যান্য ক্ষেত্রগুলোও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছে। এ কারণেই বাংলাদেশ আজ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। আর এটি সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত ও সুদৃঢ় নেতৃত্বের কারণে।
শনিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষির সামগ্রিক উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছে সমগ্র দেশের উন্নয়ন। আমাদের কৃষি এখন শুধু খোরপোষের অর্থনীতির সঙ্গে জড়িত নয়। আমাদের কৃষি এখন লাভজনক কৃষির দিকে পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। কৃষি খাতকে যদি লাভজনক করা না যায়, তাহলে গ্রামের জনগোষ্ঠীকে, বিশেষ করে তরুণ ও উদ্যমীরা কৃষিকে বাদ দিয়ে গ্রাম ছেড়ে শহর বা অন্যত্র চলে যাবে। অর্থনীতির মূল চাবিকাঠি কৃষি- এ মন্ত্র কোনো অবস্থাতেই তাদের আটকে রাখতে পারবে না। তাই শুধু বৈজ্ঞানিক বা আধুনিকতা নয়, সমস্ত সত্তা দিয়ে কৃষিকে ব্যবসায়িকভাবে লাভজনক করে তুলতে পারলেই আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
মতিয়া আরো বলেন, ‘আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আবার কোনো কিছু করারও শেষ নেই। দায়িত্ব বোধ থেকেই আমরা দেশের কল্যাণের জন্য কাজ করি। কে ভেবেছিল আমাদের দেশ শিক্ষা দীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে, আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ ও জলবায়ু সচেতনতার জন্য ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ হবেন? এ সবই সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত ও সুদৃঢ় নেতৃত্বের কারণে। যেমনিভাবে নেতৃত্বের দৃষ্টিভঙ্গির কারণে একটি দেশ এগিয়ে যায়, তেমনিভাবে নেতৃত্বের দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশের কৃষিকে যাতে সারা বিশ্ব শ্রদ্ধার চোখে দেখে সেই লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে কাজ করতে হবে।’
কৃষিমন্ত্রী হাইব্রিড খাদ্যের ব্যাপারে সবাইকে আরো উদার ও বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান। এ ছাড়া তিনি দেশীয় জাতসমূহের ফলন বাড়ানোর জন্য বিজ্ঞানীদের বলেন এবং ভুট্টার উৎপাদন বৃদ্ধির জন্য অধিক গুরুত্ব আরোপ করেন। এর আগে মন্ত্রী বিভিন্ন প্রদর্শনী ও জাত পরিদর্শন করেন।
বিএআরআইর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে গাজীপুরের বিএআরআইর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। অনুষ্ঠানে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ভাগ্য রানী পাল, বিএআরআইর পরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী এবং ড. পরিতোষ কুমার মালাকার বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআইর পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান। কর্মশালায় কৃষি প্রযুক্তি ও জাত উদ্ভাবন এবং তা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।